Wellcome to National Portal
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০২০

এডিপি বহির্ভুত

 

ক্র:নং

প্রকল্প/কর্মসূচির নাম, মেয়াদ এবং বাস্তবায়নকারী কর্তৃপক্ষ

অর্থায়নের উৎস

মূল উদ্দেশ্য

প্রকল্পের মোট বরাদ্দ

০১

Financial Sector Support Project (FSSP)

বাস্তবায়নেঃ বাংলাদেশ ব্যাংক

মেয়াদঃ ০১.০৭.২০১৫ হতে ৩১.০৩.২০২১।

অর্থায়নেঃ আইডিএ

মূল উদ্দেশ্যঃ দীর্ঘমেয়াদী ঋণ চাহিদার প্রেক্ষিতে উৎপাদনশীল খাতে সরবরাহ বৃদ্ধি।

মোট বরাদ্দঃ

২২৮৯.২২৫ কোটি টাকা

প্রকল্প সাহায্যঃ ১৯৮৮.৫৮ কোটি টাকা (অবশিষ্ট ৩০০.৬৪৫ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যয় হবে)

০২

Small and Marginal Farmers Agricultural Productivity Improvement and Diversification Financing Project (SMAP)

বাস্তবায়নেঃ  বাংলাদেশ ব্যাংক

মেয়াদঃ ২০১৪-২০২১

অর্থায়নেঃ জাইকা

মূল উদ্দেশ্যঃ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণকে আর্থিক ও কারিগরী সহায়তা প্রদান।

 

মোট বরাদ্দঃ ৭৫৬.৭৭ কোটি টাকা

 

০৩

Urban Building Safety Project (UBSP)

বাস্তবায়নেঃ বাংলাদেশ ব্যাংক

মেয়াদঃ ফেব্রুয়ারি, ২০১৬ হতে ডিসেম্বর ২০২০।

অর্থায়নেঃ জাইকা

মূল উদ্দেশ্যেঃ বেসরকারী ভবন বিশেষ করে ঝুঁকিপূর্ণ গার্মেন্টস ভবনসমূহে নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টির লক্ষ্যে  অর্থায়ন।

মোট বরাদ্দ-২৭৬ কোটি টাকা

 

০৪

Foreign Direct Investment Promotion Project (FDIPP)

বাস্তবায়নেঃ   বাংলাদেশ ব্যাংক

মেয়াদঃ  ফেব্রুয়ারী, ২০১৬ হতে মার্চ,২০২৫

অর্থায়নেঃ জাইকা

মূল উদ্দেশ্যঃ জাপানি প্রতিষ্ঠান, জাপানি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত বাংলাদেশী প্রতিষ্ঠান এবং জাপানের সাথে উল্লেখযোগ্য মাত্রায় ব্যবসায়িক লেনদেন পরিচালনাকারী বাংলাদেশী প্রতিষ্ঠানকে অর্থায়ন করা।

মোট বরাদ্দ-৪৬১.৬২ কোটি টাকা

০৫

Second Small and Medium Enterprise Development Project (SMEDP-2)

 

বাস্তবায়নেঃ বাংলাদেশ ব্যাংক

 

মেয়াদঃ জুন ২০১৭- জুন ২০২১

অর্থায়নেঃ

এডিবি ও বাংলাদেশ সরকার

মূল উদ্দেশ্যঃ

ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক

প্রতিষ্ঠানের মাধ্যমে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোতে পুনঃঅর্থায়ন প্রদান।

মোট বরাদ্দঃ ১৯০৯.২০ কোটি টাকা

 

প্রকল্প সাহায্য (এডিবি)-

১৫৯১.০০ কোটি টাকা

জিওবি-

৩১৮.২০ কোটি টাকা

০৬

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের (আরএমজি) নিরাপত্তাজনিত সংস্কার ও পরিবেশগত উন্নয়ন সহায়তা প্রকল্প ।

মেয়াদকালঃ

জানুয়ারি ১, ২০১৮  থেকে

ডিসেম্বর ৩১, ২০২২

বাস্তবায়নকারী কর্তৃপক্ষ: বাংলাদেশ ব্যাংক

অর্থায়নেঃ এএফডি

উদ্দেশ্য: তৈরী পোশাক খাতের শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণসহ এ খাতের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ বান্ধব করে গড়ে তোলা এবং তৈরী পোশাক কারখানাসমূহের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান।

মোট বরাদ্দ- ৪৬৫.৭৮  কোটি টাকা

০৭

Municipal Governance & Services Project (MGSP)

বাস্তবায়নেঃ  বিএমডিএফ

মেয়াদঃ ০৬ এপ্রিল, ২০১৪ হতে ৩০ জুন, ২০২০ পর্যন্ত।

অর্থায়নেঃ আইডিএ ক্রেডিট

মূল উদ্দেশ্যেঃ

পৌরসভাসমূহের অবকাঠামো উন্নয়নকল্পে অর্থায়ন।

মোট বরাদ্দ: ১৩৩৪.৬৩ কোটি টাকা

০৮

Nutun Jibon Livelihood Improvement Project (NJLIP)

বাস্তবায়নেঃ  এসডিএফ

মেয়াদঃ আগষ্ট, ২০১৫- জুন ২০২১ পর্যন্ত।

অর্থায়নেঃ বিশ্ব ব্যাংক

মূল উদ্দেশ্যেঃ

দারিদ্র বিমোচন, জীবনমান উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন, গ্রামীণ অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান।

মোট বরাদ্দ:

আইডিএ : ১৫৬০  কোটি টাকা

জিওবি : ১৫৬ কোটি টাকা

০৯

Promoting Agricultural Commercialization and Enterprises (PACE)

বাস্তবায়নেঃ পিকেএসএফ

মেয়াদঃ ২০১৫ হতে ২০২০

অর্থায়নের উৎসঃ IFAD

মূল উদ্দেশ্যঃ

কৃষি পণ্যের ভ্যালু চেইন ডেভেলপমেন্ট উন্নয়নে অর্থায়ন

মোট বরাদ্দ- ৩০৮.২৩   কোটি টাকা

 

১০

Low Income Community Housing Support Project (LICHSP)

বাস্তবায়নেঃ পিকেএসএফ

মেয়াদঃ  অক্টোবর ২০, ২০১৬ হতে ডিসেম্বর  ৩১, ২০২১;

অর্থায়নের উৎসঃ

IDA (The World Bank)

মূল উদ্দেশ্যঃ

নির্বাচিত পৌরসভা/সিটিকর্পোরেশনে অপরিকল্পিতভাবে বসবাসরত স্বল্প আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত ও স্বাস্থ্যসম্মত উন্নত আবাসন তৈরী করার জন্য ঋণ প্রদান।

মোট বরাদ্দ- ১৩৮.৬০ কোটি টাকা  

১১

Sustainable Enterprises Project (SEP);

বাস্তবায়নেঃ পিকেএসএফ

মেয়াদঃ ০৮ আগস্ট ২০১৮ হতে ৩০ জুন ২০২৩

অর্থায়নের উৎসঃ

IDA (The World Bank) & PKSF

প্রকল্পের মূল উদ্দেশ্য: লক্ষ্যিত ক্ষুদ্র-উদ্যোগসমূহের মাধ্যমে বাংলাদেশের পরিবেশগতভাবে টেকসই ক্ষুদ্র উদ্যোগ সৃষ্টি ও সেগুলোকে সহায়তা করা।

মোট বরাদ্দ- ৮৮০.০০ কোটি টাকা

 

১২

Microenterprise Development Project (MDP)

মেয়াদঃ জানুয়ারি ২০১৯ হতে ডিসেম্বর ২০২০

বাস্তবায়নেঃ পিকেএসএফ

অর্থায়নের উৎসঃ

 Asian Development Bank (ADB)

প্রকল্পের মূল উদ্দেশ্য: ক্ষুদ্র উদ্যোগ খাতের ঋণ গ্রহিতার অথিকতর আর্থিক সহায়তা প্রদান।

মোট বরাদ্দ- ৪২৪.২৭ কোটি টাকা

 

১৩

Strengthening resilience of livestock farmers through risk reducing services

 

মেয়াদঃ ০১.০৬.২০২০ হতে ৩০.০৫.২০২৪ পর্যন্ত।

 

বাস্তবায়নেঃ পিকেএসএফ

অর্থায়নের উৎসঃ

Swiss Agency for Development and Cooperation (SDC)

মূল উদ্দেশ্যঃ

গবাদিপশু সুরক্ষা সেবা কার্যক্রমে অর্থায়ন ও কারিগরি সহায়তা প্রদান

মোট বরাদ্দ- ২৮.৯০ কোটি টাকা

 

১৪

Rural and Peri-Urban Housing Finance Project of Bangladesh

বাস্তবায়নেঃ বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)

মেয়াদঃ ২০১৮-২০২১

অর্থায়নেঃ

ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)

মূল উদ্দেশ্যঃ

-শহরতলী এবং গ্রামীন এলাকায় বহুতল ভবন নির্মাণ;

-নির্মিতব্য ভবনে সুবিধা ভোগীদের জন্য উন্নত বাসস্থানের ব্যবস্থা করা;

-উপজেলা ও গ্রোথসেন্টারে বসবাসরত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীকে ঋণ প্রদান করা;

-নির্মিতব্য বাসস্থানসমূহে সোলার স্থাপন এবং বায়োগ্যাস প্ল্যান্ট নির্মানে উৎসাহিত করা হবে।

মোট বরাদ্দঃ

১৩৩৯.৬৪ কোটি টাকা

প্রকল্প সাহায্যঃ ৯০৪.৩৯